মাতৃত্বকালীন ছুটি কাকে বলে :
সরকারী মহিলা কর্মকর্তা/কর্মচারীদেরকে সন্তান প্রসবের জন্য সম্পর্ণ বেতনে ছুটি গ্রহণের তারিখ হতে ৬মাস পর্যন্ত যে ছুটি প্রদান করা হয় তাকে মাতৃত্বকালীন ছুটি বলে ।
মাতৃত্ব ছুটি কত দিনের হয়: মাতৃত্বকালীন ছুটির আবেদনের তারিখ হতে ছয় মাস পর্যন্ত হয়।
মাতৃত্ব ছুটি কতবার নেয়া যায়: একজন সরকারী চাকরিজীবী সারা জীবনে ২বার মাতৃত্বকালীন ছুটি গ্রহণ করতে পারে।
মাতৃত্বছুটির আবেদনের নিয়ম: একজন চাকরিজীবী ডাক্তারী সনদসহ সন্তান ভূমিষ্ট হওয়ার পূর্ব তারিখে তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট মাতৃত্বকালীন ছুটির আবেদন করবেন। এক্ষেত্রে ছুটির হিসাবের কোন প্রয়োজন হয় না।
মাতৃত্বছুটির বিধিমালা:
অর্থ মন্ত্রণালয়ের ০৯ জানুয়ারি, ২০১১ তারিখের এস, আর. ও নং ০৫/নথি নং ০৭.১৭৫.০০৮.০৮.০০.০০১.২০০০/ আইন/ ২০১১ নং প্রজ্ঞাপনে অনুযায়ী একজন সরকারী কর্মচারী মাতৃত্বজনিত ছুটির আবেদন করতে পারবে এবং বিধি ১৪৯ অথবা বিধি ১৫০ মোতাবেক কর্তৃপক্ষ এরূপ ছুটি আবেদনকারীর আবেদনের তারিখ হতে ০৬ (ছয়) মাস অথবা সন্তান প্রসবের তারিখ হতে যেটা আগে আসে-ছুটি মঞ্জুর করতে পারেন।
বি, এস, আর, পার্ট-১ এর ১৯৭ নং বিধির উপ-বিধি (১এ) অনুযায়ী একজন মহিলা কর্মচারী সমগ্র চাকরিকালীন মাতৃত্বজনিত ছুটি ২(দুই) বারের অধিক প্রাপ্য হবেন না ।
মাতৃত্ব ছুটির প্রজ্ঞাপন ডাউনলোড করুন।