শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা কি? শ্রান্তি বিনোদন ছুটির আবেদনের নিয়ম।

শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা কি? শ্রান্তি বিনোদন ছুটির আবেদনের নিয়ম।

 

প্রতিটি সরকারী চাকুরীজীবী সরকারী চাকুরীতে যোগদানের তারিখ হতে পরবর্তী ৩ বছর পূর্তীতে ১৫ দিনের ছুটি ও ছুটি প্রাপ্তি মাসের মুলবেতনের সমপরিমান ভাতা পাওয়াকে শ্রান্তি বিনোদন বলা হয়।

কোন বিধিমালার আলোকে শ্রান্তি বিনোদন ভাতা ও ছুটি দেওয়া হয় :

১৯৫৯ সনের নির্ধারিত ছুটি বিধিমালা ৩(১) বি(২) বিধি ও ১৯৭৯ সনের বাংলাদেশ সার্ভিসেস (শ্রান্তি বিনোদন ভাতা) বিধিমালা এবং অর্থ মন্ত্রণালয়ের অম/অবি (বা-১)/ভাতা/১৬/৯৫-১৭৬, তারিখ-১১ জুলাই ১৯৯৯ খ্রি: মোতাবেক ১৫ দিনের শ্রান্তি বিনোদন ১(এক) মাসের মূল বেতনের অর্থ শ্রান্তি বিনোদন ভাতা  প্রাপ্য হবে।

শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা প্রদানের  ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো দেখা হয়ে থাকে :

  • চাকুরীতে প্রথম যোগদান
  • পূর্ববর্তী শ্রান্তি বিনোদন ছুটির আবেদনের তারিখ
  • কর্মকর্তাদের ক্ষেত্রে ছুটি প্রাপ্যতার ফরম

শ্রান্তি বিনোদন ছুটির হিসাব :

চাকুরীতে প্রথম যোগদান হলে যোগদানের তারিখ হতে ৩ বছর পূর্ণ হতে ঐ দিন অথবা পূর্ণ হওয়ার ১ সপ্তাহ আগে আবেদন করা যেতে পারে। অপরদিতে কোন ব্যক্তি ১ম বার শ্রান্তি বিনোদন ছুটি পেয়ে থাকলে পরবর্তীতে ঐ নির্ধারিত তারিখে ৩(তিন) বছর পর  আবেদন করতে হবে।

লক্ষ্যনীয় কিছু বিষয় :

যদি কোন কর্মকর্তা/কমচারী শ্রান্তি বিনোদন ছুটির আবেদন করতে বিলম্ব করে তাহলে তার আবেদনের তারিখ বিলম্ব হয়ে যাবে।

আরো দেখতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *