Computer Personel (Government organization) Recruitment Rules, 1985 বিধিমালার পরিবর্তে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ জারি করা হয়।
বর্তমানে সকল মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের সিস্টেম ম্যানেজার, সিনিয়র সিস্টেম এনালিস্ট, সিস্টেম এনালিস্ট, সিনিয়র প্রোগ্রামার, প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার, কম্পিউটার অপারেটরসহ অন্যান্য পদে নিয়োগ, পদোন্নতিসহ সকল বিষয় এই বিধিমালার আওতাভূক্ত করা হয়েছে। বর্ণিত বিধির মাদ্যধে সকল নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।
জনপ্রশাসন মন্ত্রণায়ের প্রশাসন-১ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে গত ১৩-২-২০১৯ তারিখে এটি প্রকাশ করা হয়েছে।
এস.আর.ও নম্বর ৪২ আইন/২০১৯।-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৩ অনুচ্ছেদের শর্তাংশে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি, উক্ত সংবিধানের ১৪০ (২) অনুচ্ছেদের বিধান মোতাবেক বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সহিত পরামর্শক্রমে, নিম্নরূপ বিধিমালা প্রণয়ন করিলেন,
শিরোনাম ও প্রবর্তন : বিধিমালা সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ নামে অভিহিত হবে।
১. সংজ্ঞা।
২. নিয়োগপদ্ধতি, সকল পদের বর্ণনা
৩. শিক্ষানবিসি
৪. বিশেষ বিধানসমূহ ও অন্যান্য
সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ ডাউনলোড