পেনশন কাকে বলে:
একজন সরকারী চাকরিজীবী চাকরি শেষে মাসিক বা এককালীন যে ভাতা পেয়ে থাকে তাকে পেনশন বলে।
পেনশন কারা পাবে না:
ক. অল্প সময়ের চাকরির ক্ষেত্রে
খ. কোন নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ করা হলে;
গ. চুক্তিভিত্তিক ভিত্তিতে নিয়োগ করা হলে;
ঘ. আউট সোর্সিং এর মাধ্যমে নিয়োগ করা হলে।
পেনশন প্রাপ্তির যোগ্যতা:
ক. সরকারী চাকরি হতে হবে পেনশনের ক্ষেত্রে;
খ. চাকরি স্থায়ী হতে হবে এবং চাকরির ধারাবাহিকতা থাকতে হবে পেনশনের জন্য;
পেনশনের প্রকারভেদ:
ক. ক্ষতিপূরণ পেনশন
খ. বার্ধক্যজনিত পেনশন
গ. অক্ষমতাজনিত পেনশন
ঘ. অবসরজনিত পেনশন
ঙ. অসাধারণ পেনশন
পেনশন সংক্রান্ত নির্দেশনা:
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ২৩-১২-২০১৩ তারিখে ০৭.০০.০০০০.১৭১.১০.০০৬.১৫-১৮১ নম্বর স্মারকের মাধ্যেমে সরকারী পেনশনযোগ্য চাকরিকাল এবং পেনশনের পরিমান পুনরায় নির্ধারণ করা হয়। ইতঃপূর্বে পেনশনযোগ্য চাকরী ১০ হতে ২৫ বছরের পরিবর্তে ৫-২৫ বছর এবং পেনশনের হার সর্বশেষ আহরিত মূলবেতনের ৮০% এর স্থলে ৯০% এ উন্নীত করা হয়। বর্তমানে চাকরি ৫ বছর হলে পেনশনের আওতাধীন হবে। ইতঃপূর্বে চাকরি ১০ বছর না হলে পেনশন প্রাপ্য হতো না।
পেনশন অনুমোদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র:
সরকারী কর্মচারীকে পেনশন আনুতোষিক পাওয়ার লক্ষ্যে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে। তাছাড়া সংশ্লিষ্ট অফিসের হিসাব রক্ষণ কর্মকর্তার কাছ থেকে পেনশনের ৪টি ফরম সংগ্রহ করতে হবে।
১. পেনশন আবেদন ফরম ২.১
২. নন গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে সার্ভিস বুক/গেজেটেড কর্মচারীদের সর্বশেষ চাকরির বিবরণী/এলপিসি
৩. অবসর ও পিআরএল গমনের মঞ্জুরী আদেশ
৪. শেষ বেতনের প্রত্যয়নপত্র
৫. সত্যায়িত ছবি
৬. জাতীয় পরিচয়পত্র
৭. চাকরী স্থায়ীকরণ/নিয়মিতকরণের আদেশ (প্রকল্প থেকে রাজস্বখাতে আগত, আত্মীয়করনের ক্ষেত্রে এবং এডহক নিয়োগের ক্ষেত্রে প্রয়োজ্য)
৮. বৈধ উত্তরাধীকারি ঘোষণাপত্র
৯. নমুনা স্বাক্ষর ও হাতের পাচ আঙ্গুলের ছাপ
১০. নাদাবী পত্র
পারিবারিক পেনশনের ক্ষেত্রে
পেনশন আনুতোষিকের ক্ষেত্রে নির্ধারিত ফরম ২.২ ও সনদ কাগজসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর পরিবারের সদস্যদের আবেদন করতে হবে। পরবর্তীতে কর্তৃপক্ষ হিসাব রক্ষণ কর্মকর্তার অফিসে প্রেরণ করবে।
পারিবারিক পেনশনের ক্ষেত্রে কাগজপত্র
(ক) মূল পেনশনারের জাতীয় পরিচয়পত্রের কপি (খ) পেনশনারের মূল পিপিও বই (গ) চেক বই এর পাতার ফটোকপি
(ঘ) মোবাইল নম্বর (ঙ) পারিবারিক পেনশনারের চার কপি সত্যায়িত ছবি।
পেনশন সংক্রান্ত আবেদন ফরম বাংলাদেশ ফরম প্রকাশনের অফিসের ওয়েব সাইপে পাবেন।