সাধারণ ভবিষ্য তহবিল হতে অগ্রীম উত্তোলন

সাধারণ ভবিষ্য তহবিল হতে অগ্রিম

 

সাধারণ ভবিষ্য তহবিল হতে অগ্রীম উত্তোলন

সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা ১৯৭৯  গত ২০ নভেম্বর ১৯৭৮ তারিখ ১৫৬৯ দ্বারা রাষ্ট্রপতির ক্ষমতাপ্রাপ্ত হয়ে বিধিমালাটি প্রণয়ন করা হয়। সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালার মাধ্যমে কর্মকর্তা/কর্মচারীবৃন্দ সাধারণ ভবিষ্য তহবিলে জমাকৃত টাকা থেকে হতে অগ্রীম উত্তোলন করতে পারে। পরবর্তীতে সাধারণ ভবিষ্য তহবিল হতে উত্তোলনকৃত টাকা সর্বোচ্চ ৫০ কিস্তির মাধ্যমে জমা প্রদান করতে পারেন।

অগ্রীম অনুমোদনকারী কর্তৃপক্ষ। বিধি-১৩(১)

(এ) গৃহ নির্মান ও বিশেষ বিবেচনার উদ্দেশ্যে প্রদত্ত অগ্রীম ব্যতীত অন্য উদ্দেশ্যে অগ্রিম গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে বিভাগীয় প্রধান মঞ্জর করিতে পারিবেন। অগ্রীম গ্রহণকারী কর্মকর্তা নিজেই বিভাগীয় প্রধান হইলে উক্ত ক্ষেত্রে সরকার অগ্রিম মঞ্জর করিবেন। তবে অফিস প্রধাণের নিম্নপদস্থ কোনো কর্মকর্তা অগ্রিম গ্রহণকারী কর্মচারীর নিয়োগকারী কর্তৃপক্ষ হইলে উক্ত ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ অগ্রীম অনুমোদন করিতে পারিবেন।

(সি) অফেরতযোগ্য অগ্রীম বিভাগীয় প্রধানের অধস্তন কোনো কর্তৃপক্ষ অনুমোদন করিতে পারিবেন না। বিভাগীয় প্রধানের অফেরতযোগ্য অগ্রীস সরকার অনুমোদন করিবেন। সূত্র: চাকরির বিধানাবলী

অগ্রীমের উদ্দেশ্যে। বিধি-১৩(২)

(এ) আবেদনকারীর বা তাঁহার উপর প্রকৃত নির্ভরশীল ব্যক্তির দীর্ঘ অসুস্থ্যতার ব্যয় নির্বাহের উদ্দেশ্যে;

(বি) আবেদনকারীর বা তাহার উপর প্রকৃত নির্ভরশীল ব্যক্তির চিকিৎসা বা শিক্ষার জন্য বিদেশ গমনের ব্যয় নির্বাহের উদ্দেশ্যে;

(সি) বিবাহ, অন্তেষ্ট্রিক্রিয়া অথবা ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানাদিতে তাহার মর্যাদা অনুসারে অবশ্য পালনীয় ব্যয় নির্বাহের উদ্দেশ্যে;

(ডি) জীবন বীমার প্রিমিয়াম প্রদান

(ই) বাসগৃত নির্মানের জন্য জমি ক্রয় বা বাসগৃহ নির্মাণ বা বাসগৃহ ক্রয় বা মেরামত;

(এফ) মুসলমানদের চাদাদাতার ক্ষেত্রে প্রথমবারের হজ্জ পালনের ব্যয় নির্বাহের জন্য;

অগ্রীমের পরিমান। বিধি-১৩(৩) ও (৪)

১. গৃহনির্মান এবং বিশেষ বিবেচনার উদ্দেশ্যে অগ্রিমের ক্ষেত্রে ব্যতীত অন্যান্য প্রকার অগ্রিম চাদাদাতার ৩ মাসের বেতন বা তহবিলে সঞ্চিত অর্থের অর্ধেক, এই দুইয়ের মধ্যে যাহা কম উহার অধিক হইবে না। বিশেষ বিবেচনার ক্ষেত্র ব্যতীত, সুদসহ প্রথম অগ্রীম চূড়ান্ত পরিশোধের তারিখ হইতে এক বছরের মদ্যে দ্বিতীয় অগ্রীম মঞ্জুর করা যাইবে না। তবে প্রতম অগ্রিম গ্রহণের সময় অগ্রীম প্রদানযোগ্য সমুদয় অর্থ গ্রহণ না করার ক্ষেত্রে প্রথম চলারসময় ৩ মাসের বেতন বা দ্বিতীয অগ্রিম গ্রহণের সময় তহবিরে সঞ্চিত অর্থের অর্ধেক, এই দুইয়ের মধ্যে যাহা কম ইহার সমান দ্বিতীয অগ্রিম অনুমোদন করা যাবে।

২. বিশেষ বিবেচনার কারনে অগ্রিম কারণ লিপিবদ্ধ করিয়া তহবিলে সঞ্চিত অর্থের ৭৫% এবং সর্বাধিক ৩টি অগ্রিম যুগপৎভাবে অনুমোদন  করা যাইবে।

গৃহ নির্মানে কত শতাংশ অনুমোদন:

(এ) তহবিলে রক্ষিত অর্থের ৮০%। তবে আবাসগৃহ মেরামতের উদ্দেশ্যে অগ্রীমের পরিমান ১২ মাসের বেতন বা তহবিলে সঞ্চিত অর্থের ৭৫%, এই উভয়ের মধ্যে যাহা কম, উহার অধিক হইবে না।

অফেরতযোগ্য অগ্রিম। বিধি-১৩(৯)

চাদাদাতার ৫২ বছর বয়স পূর্ণ হলে কৃষি জমি ক্রয়সহ যে কোনো প্রকৃত উদ্দেশ্যে অনুমোদনকারী কর্তৃপক্ষ অফেরতযোগ্য অগ্রিম অনুমোদন করতে পারবেন। তবে অফেরতযোগ্য অগ্রিমের পরিমান অগ্রিম অনুমোদনের সময় তহবিলে সঞ্চিত অর্থের ৮০% এর অধিক হবে না।

সাধারণ ভবিষ্য তহবিল হতে অগ্রীম উত্তোলনের জন্য নির্ধারিত ফরমে আবেদন দাখিল করতে হবে।

পরবর্তী পোস্ট দেখতে ক্লিক করুন।