বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ গ্রেডের পদে নিয়োগ/পদোন্নতির বিভাগীয় নিয়োগ/পদোন্নতি কমিটি নতুন করে গঠন করা হয়েছে । এই কমিটি ২০২৩ সালে প্রকাশ করা হয়েছে
কমিটির গঠন রূপ : মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অথবা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব/যুগ্মসচিব পর্যায়ের প্রতিনিধি, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব/যুগ্মসচিব পর্যায়ের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তর/অধিদপ্তরের প্রধান। তাছাড়া প্রশাসনিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অথবা যুগ্মসচিব[প্রশা] সদস্য সচিব থাকবে।
কমিটির কার্যপরিধি : উপসচিব ব্যতীত সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের অধীন ক্যাডারভুক্ত এবং ক্যাডার বহির্ভূত জাতীয় বেতন স্কেল এর ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের পদে পদোন্নতি; বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের আওতা বহির্ভূত মন্ত্রণালয়/বিভাগের অধীন বেতন স্কেল এর ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের পদে সরাসরি নিয়োগ। নিয়োগ বিধির শর্তপূরণ সাপেক্ষে অন্যান্য স্বশাসিত সংস্থায় স্থায়ীভাবে বদলীকৃত/স্থায়ীভাবে প্রেষণে নিয়োজিত সরকারি কর্মকর্তাদের বেতন স্কেল এর ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের পদে পদোন্নতি/নিয়োগ প্রদান করা।
প্রয়োজনে বিশেষজ্ঞ /কারিগরি জ্ঞানসম্পন্ন প্রতিনিধি প্রদান, এক্ষেত্রে সরকারি দপ্তরের একজন উপযুক্ত প্রতিনিধিকে উক্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা যাবে।