অ্যাপটিটিউড টেস্ট কি

সরকারী চাকরির ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট 

বর্তমান সময়ে অ্যাপটিটিউড টেস্ট অনেক গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। আমরা অনেকে জানি না অ্যাপটিটিউড টেস্ট কি (Standard aptitude test)? আমরা যারা প্রতিনিয়ত কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে থাকি তাদের জন্য অবশ্যই অ্যাপটিটিউড টেস্ট সম্পর্কে জানা আবশ্যক। বিশেষ করে সহকারী প্রোগ্রামার, কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষায় পরই কম্পিউটারে অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করা হয়। সকল সরকারী প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ। তাছাড়া কম্পিউটার অপারেটর হতে সহকারী প্রোগ্রামার এবং সহকারী প্রোগ্রামার থেকে প্রোগ্রামার পদে পদোন্নতির ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা রয়েছে।

 কোন কোন পরীক্ষায়  অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়।সরকারী চাকরির ক্ষেত্রে টেকনিক্যাল অনেকগুলো পদে অ্যাপটিটিউড টেস্ট প্রয়োজন হয়। তাছাড়া পদোন্নতির ক্ষেত্রে এই পরীক্ষা গ্রহণ করা হয়। পদগুলো হলো

১. প্রোগ্রামার পদে পদোন্নতির ক্ষেত্রে

২. সহকারী প্রোগ্রামার/সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার

৩. কম্পিউটার অপারেটর

৪. ডাটা এট্রি অপারেটর

অ্যাপটিটিউড টেস্ট কি (Standard aptitude test)?

অ্যাপটিটিউড টেস্ট হলো একটি বিশেষ ধরণের দক্ষতা যাচাই পরীক্ষা। যা কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামের ব্যবহার এবং প্রোগ্রাম লেখার উপর দক্ষতা যাচাই করা হয়ে থাকে।

অ্যাপটিটিউড টেস্ট কখন গ্রহণ করা হয়

সাধারণত ৯ম গ্রেডের সহকারী প্রোগ্রামার/সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে কোন টাইপ টেস্ট নেওয়া হয় না। এখানে  কিছুটা ভিন্নতা রয়েছে। যা নিম্নরূপ:

যে কোন প্রোগ্রামার লিখতে দিয়ে থাকে। সি++ অথবা কোন ধরণের সূত্র তা পরিপূর্ণভাবে লেখা অথবা কোন প্রোগ্রামারকে তার সঠিক ব্যবহার তুলে ধরার জন্য বলা হয়। নিম্নে উদাহরণ দেওয়া হলো

আর কম্পিউটার অপারেটর/ডাটা এন্ট্রি অপারেটরদের ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট সাধারণত টাইপ টেস্ট পরীক্ষা গ্রহণের পর এটি নেওয়া হয়।

অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ পদ্ধতি

টাইপের বিভিন্ন ফাংশন এর ব্যবহার দেখাতে বলা হয়। যেমন:

এম এস ওয়ার্ডের ক্ষেত্রে:

টেবিল তৈরী, সঠিকভাবে ড্রাইভের ফোল্ডারে  ফাইল সেভ পেজ সেটআপ, পেজ প্রিন্ট, কলাম ও রো তৈরী করা ইত্যাদি

এক্সেলের ক্ষেত্রে:

বেতন বিবরণী তৈরী করা, এক্সেল সীটে যোগ, বিয়োগ করা, পেজ কিভাবে প্রিন্টি বিলের হিসাব বিবরণী তৈরী করা, ফরম তৈরী ইত্যাদি

পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে:

স্লাইড তৈরী করা ইত্যাদি

প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার/সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, কম্পিউটার অপারেটর, ডাটা এট্রি অপারেটর পদে ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা বেশি থাকে।

সবাইকে ধন্যবাদ। আমাদের  সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *