সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রকাশ করা হয়েছে।  বিজ্ঞপ্তি সম্পর্কে সকল কিছু আমাদের সাইটে পাবেন

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে। সমাজসেবা অধিদপ্তর ০১ টি পদে মোট ২০৯ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

পদের নাম: সমাজকর্মী (ইউনিয়ন)
পদ সংখ্যা: ২০৯ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

আবেদন শুরুর সময়: ১২ জুন ২০২৪ তারিখ সকাল ১০:০০ টা থেকে শুরু হবে।
আবেদনের শেষ সময: ১৮ জুলাই ২০২৪ তারিখ রাত ১১:৫৯ মিনিটে শেষ হবে।

যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেইঃ রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি । তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যে কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ।

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ

নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীদের বয়স ১২/০৬/২০২৪ তারিখে ১৮-৩০বছর এবং বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাগণের ক্ষেত্রে বয়স ১৮-৩২ বছর। বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যাগণের বয়স ১৮-৩০ বছর। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়স ১৮-৩২ বছর। বয়সের ক্ষেত্রে এফিডেবিট গ্রহণযোগ্য নয় ।

নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান / সকল প্রকার কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে।আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।

 

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইনে http://dss.teletalk.com.bd ওয়েবসাইটের মাধমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে মোবাইলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *