সরকারী চাকরিজীবীদের উৎসব ভাতা
সরকারী চাকরিজীবীদের উৎসব ভাতা কোন ব্যক্তি সরকারী চাকরিতে যোগদান করলে প্রতি বছর ২টি ঈদে উৎসব ভাতা পেয়ে থাকে। তবে এর নির্ধারিত বিধান রয়েছে। এ ক্ষেত্রে ঈদের পূর্ববর্তী মাসের মুল বেতনের সমপরিমান পেয়ে থাকে। অর্থ বিভাগের ৩.৭.১৯৮৮ তারিখের অম/অবি(বাস্ত)-৪/এফবি-১২/৮৬/২৯ নম্বর স্মারক ও সরকার কর্তৃক পরবর্তী জারিকৃত অন্যান্য বিধান অনুযায়ী বার্ষিক উৎসব ভাতা প্রদান করা হচ্ছে। যদি…